চলতি বছর প্রথম ২ মাসে সারা দেশে ৫১১ জন খুন হয়েছে। ২০২৪ সালের একই সময় খুন হয়েছিল ৪৭১ জন বলে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান থেকে জানা গেছে।
অপরাধ বিশ্লেষকরা বলেন, মানুষের মধ্যে অসহিষ্ণুতা, অস্থিরতা ও প্রতিহিংসা বেড়েছে। আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ খুনের মতো অপরাধে জড়াচ্ছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, নিহতদের মধ্যে শিশু, নারীসহ সব বয়সের মানুষ রয়েছে। হত্যাকাণ্ডে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ লাঠিসোটা ব্যবহার করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে খুন হয়েছে ৫১১ জন। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৯ জন করে খুন হয়েছে। জানুয়ারি মাসেই খুন হয়েছে ২৪০ জন। ফেব্রুয়ারিতে এই সংখ্যা বেড়ে ২৭১ জনে দাঁড়িয়েছে । ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি দেশে খুন হয় ৪৭১ জন। এর মধ্যে জানুয়ারিতে ২৩১ জন ও ফেব্রুয়ারিতে ২৪০ জন। অর্থাৎ আগের বছরের চেয়ে চলতি বছরের প্রথম ২ মাসে দেশে খুনের ঘটনা ৪০টি বেশি। তবে পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ প্রতিবেদনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ঘরে ৩০০ জন খুন হওয়ার তথ্য রয়েছে। জানুয়ারিতে খুন হয়েছে ২৯৪ জন। গত ২ মাসে দেশে ৫৯৪টি হত্যাকাণ্ড ঘটে ।
পুলিশ সদর দপ্তরের (এআইজি মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, ৫৯৪টি হত্যাকাণ্ডের মধ্যে মামলা সূত্রে আগের ৮৩টি হত্যাকাণ্ড যোগ হয়েছে। এই ৮৩টি হত্যাকাণ্ড বাদ দিলে ২ মাসে হত্যার মোট সংখ্যা দাঁড়ায় ৫১১।
পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছর প্রথম ২ মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ১৪২ জন খুন হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৭৬ জন ও ফেব্রুয়ারিতে ৬৬ জন। এতে এই ২ মাসে প্রতিদিন গড়ে দুজনের বেশি খুন হয়েছে।
জানা যায়, চট্টগ্রামে গত ২ মাসে খুন হয়েছে ১০১ জন। জানুয়ারিতে ৫১ জন ও ফেব্রুয়ারিতে ৫০ জন। সিলেটে খুন হয়েছে ৩৪ জন। জানুয়ারিতে ২১ জন ও ফ্রেব্রুয়ারিতে ১৩ জন। খুলনায় খুন হয়েছে ৫০ জন। জানুয়ারিতে ২৮ জন ও ফেব্রুয়ারিতে ২২ জন। রাজশাহীতে খুন হয়েছে ৫২ জন। জানুয়ারিতে ৩০ জন ও ফেব্রুয়ারিতে ২২ জন। রংপুরে খুন হয়েছে ৪২ জন। জানুয়ারিতে ১৯ জন ও ফেব্রুয়ারিতে ২৩ জন। ময়মনসিংহে খুন হয়েছে ৩২ জন। জানুয়ারিতে ১৩ জন ও ফেব্রুয়ারিতে ১৯ জন। বরিশালে খুন হয়েছে ২৮ জন। জানুয়ারিতে ১২ জন ও ফেব্রুয়ারিতে ১৬ জন।
এছাড়া, গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৩ মাসে দেশে ৭৪৩ জন খুন হয়। এর মধ্যে নভেম্বরে ২১১ জন, অক্টোবরে ২৪৯ জন ও সেপ্টেম্বরে ২৮৩ জন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, হত্যার ঘটনা নিয়ন্ত্রণে আনা দরকার। উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর রয়েছে। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন