রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ ভবন বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে অবরুদ্ধ করে রেখেছেন ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। এর ফলে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল থেকে শ্রমিকরা বিজিএমইএ ভবনের প্রধান ফটক অবরোধ করেন, যার কারণে কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে পারেননি। বিকাল ৫টা পর্যন্ত এই অচলাবস্থা চলতে থাকে।
জানা গেছে, অর্থনৈতিক সংকটের কারণে ভালুকার রোর ফ্যাশন লিমিটেড গত জানুয়ারিতে লে-অফ ঘোষণা করেছিল।
শ্রমিকদের দাবি, নভেম্বর ও ডিসেম্বর মাসে ৭০ লাখ টাকা পরিশোধ করা হলেও জানুয়ারির বেতন এবং লে-অফ ক্ষতিপূরণ এখনও বকেয়া রয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় বর্তমানে ১ হাজার ৩৭৬ জন শ্রমিক কাজ করছেন।

 
                             
                                    
                                                                
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন