মতলব উত্তর উপজেলায় হযরত শাহ সোলায়মান (র:) লেংটা ফকিরের ১০৬ তম বাৎসরিক ওরশ চলাকালীন আইনশৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৫ মার্চ)  বিকালে শাহ সোলায়মান (র:) এর মাজার শরীফ প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি`র উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সদর সেনাক্যাম্পের উপ অধিনায়ক মেজর আশিকুর রহমান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ওরশ চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা অনিয়ম করতে দেয়া হবে না। শুধু মাইকে বক্তব্য দিলে হবে না, অনিয়ম কে বয়কট করতে দায়িত্ব নিতে হবে। আল্লাহর ওলি কে যদি শ্রদ্ধা করেন তাহলে অবশ্যই শালীনতা বজায় রেখে মেলার আসতে হবে।
এছাড়া যারা খারাপ উদ্দেশ্যে আসবে তাদের ঢুকতে দেয়া হবে না। স্থানীয় বসবাসকারী কোনো ঘর ভাড়া দেয়া চলবে না, প্রতিটি ঘরে তালা লাগিয়ে দেয়া হবে। কেউ ঘর ভাড়া দিলে ঈদের আগেই জেলখানায় চলে যাবে। যেকোনো মূল্যে মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, এ মাজারে কোনো প্রকার ভূল কাজ হবে না। সিসি ক্যামেরা, পর্যাপ্ত সেচ্ছাসেবী, পয় নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নিলেই ওরশ চলার অনুমতি পাবে নতুবা দেয়া হবে না। মাজারের আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে দায়িত্ব নিতে হবে যাতে কোনো খারাপ কিছু না ঘটে। মেলাটি সাত দিন না করে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিন দিন ব্যাপি উৎসব পালন করার আহবান করছি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, এই মেলায় যাতে নেতিবাচক কিছু না ঘটে সেদিকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃংখলা রক্ষাকারীর সদস্য যতই বাড়ানো হোক না কেনো স্থানীয় লোকজনের সহায়তা ও দায়িত্ব পালন করতে হবে। এখানে নির্বিঘ্নে অনুষ্ঠান পরিচালনায় সর্বোচ্চ পুলিশ মোতায়েন করা হবে। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। মেলা সুন্দর ভাবে শেষ করতে সকলের সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। জুয়া, মাদক সহ সকল অশ্লীলতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাজিব মিয়া, মাজার শরীফের খাদেম মতিউর রহমান লাল মিয়া। 
উল্লেখ্য, হযরত শাহ সোলায়মান (র:) লেংটা ফকিরের ১০৬ তম বাৎসরিক ওরশ উপলক্ষে আগামী ১৭ চৈত্র তারিখে ৭ দিন ব্যাপি মেলা অনুষ্ঠানের কথা রয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন