ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ উপলক্ষে মানুষ যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে, সেজন্য রাস্তাঘাটে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা হবে। টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে। ঈদ উপলক্ষে মানুষ যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে, সেজন্য রাস্তাঘাটে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে।
এছাড়া, বিভিন্ন আবাসিক হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতে না পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন মামলাগুলোর তালিকা তৈরি করে গুরুত্ব সহকারে সেগুলো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদের সময় যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারসহ টোলপ্লাজাসমূহে যানজট নিরসনে ইটিসিসহ দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিক পক্ষ অর্থাৎ বিজিএমইএ, বিকেএমইএ এবং শিল্প পুলিশ একত্রে বসে ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতাদি, বোনাস ইত্যাদি পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসানো হবে। টাকা স্থানান্তরে মানি এস্কর্ট প্রদান, জাল টাকার বিস্তার রোধ ও শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় না করা, লঞ্চ-ফেরি ঘাটসমূহে অনিয়ম ও অবৈধ সিরিয়াল প্রদানের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করার নির্দেশ দেয়া হয়েছে।

 
                             
                                    -20250325100344.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন