জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার জন্য বেছে নিয়েছিলেন বিআরটিসির দোতলা বাস। আজকের দিনে স্মৃতিসৌধ পরিদর্শন করতে যাওয়ার পেছনে নাহিদ ইসলামের উদ্দেশ্য ছিল একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো।
তবে তার সফরের পথ এবং পছন্দ করা বাসটি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
স্মৃতিসৌধের পথে দোতলা বাস নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে, নাহিদ ইসলামের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার দল এনসিপির গতিবিধি নিয়ে অনেকেই মন্তব্য করেন, ‘কী পরিমাণ দুর্নীতি করলে মানুষ একটা দোতলা বাসে চড়ে স্মৃতিসৌধে যায়? ’
প্রশ্নটি এক ধরনের স্যাটায়ার হলেও, এটি আসলে বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং ক্ষমতার পরিপ্রেক্ষিতে একটি গুরুতর প্রতিফলন।
নাহিদ ইসলাম স্মৃতিসৌধে গিয়ে বলেছেন, ‘আগামীতে আর যেন রক্ত দিতে না হয়, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। একাত্তর এবং চব্বিশের স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। একাত্তরে যা চেয়েছিলাম, চব্বিশে তা অর্জন হয়েছে।’
তিনি আরও বলেন, যারা একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ।
তিনি একাত্তরের স্বাধীনতা এবং ২০২৪ সালের গণতান্ত্রিক অর্জনকে একে অপরের পরিপূরক হিসেবে দেখছেন।
তবে, তার এই দোতলা বাসে ভ্রমণ একটি সৎ প্রশ্নের জন্ম দেয়: রাজনীতি ও সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কেমন?
নাহিদ ইসলামের পক্ষ থেকে দোতলা বাসে স্মৃতিসৌধ যাত্রা একদিকে যেমন একটি রাজনৈতিক সফরের অঙ্গ, অন্যদিকে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সিম্বল হতে পারে।

 
                             
                                    -20250326133528.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন