প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, আপনারা অসাধ্য সাধন করেছেন। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ করেছেন।
আজ রোববার (৬ এপ্রিল) ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় সিইসি এসব কথা বলেন। ঈদ পরবর্তী এ অনুষ্ঠানে সিইসি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি আরও বলেন, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন, যা ছিল অসাধ্য। আপনারা অত্যন্ত ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারের কাছে যথাসময়ে জানানো হচ্ছে। এনআইডি এবং সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ খুব ভালোভাবে এগোচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দ্রুত এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রশংসা করেন সিইসি।
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন