জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৫১৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ নাসিম হোসেন (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে ১৪ ব্যাটালিয়ন বিজিবি কড়িয়া ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার কড়িয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন ভারত সীমান্ত ২৭৭/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালীপাড়া মাঠে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ ও তাকে আটক করে।
এ সময় অপর ৩ চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক মাদক চোরাকারবারি নাসিম হোসেন উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আটক ও পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন