বিচারক সংকট, এজলাস সংকট ও অবকাঠামোগত ঘাটতিসহ বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য নির্ধারিত স্থানের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, ‘প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট—এসব এখন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের আমলেই এসব সংকট নিরসনের চেষ্টা করব।’
পরিদর্শন শেষে তিনি বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
উল্লেখ্য, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দুই দিনের সফরে গত শুক্রবার (১১ এপ্রিল) পার্বত্য জেলা বান্দরবানে আসেন। সফরকালে তিনি নীলগিরি পর্যটন কেন্দ্রে রাত্রিযাপন করেন। শনিবার জজ কোর্টের ভবন নির্মাণের স্থান পরিদর্শন শেষে তিনি ঢাকা ফিরে যাবেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন