জাতীয় নির্বাচনকে ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৈঠকে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) এই বৈঠকের সময়সূচি জানানো হয়।
যদিও এর আগেও জাতীয় ঐকমত্য ও রাজনৈতিক সংস্কার নিয়ে কয়েক দফা আলোচনায় হয়েছিল বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে। তবে আজকের বৈঠকের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আসন্ন জাতীয় নির্বাচন।
দলটির সূত্রগুলো জানায়, নির্বাচনকে সামনে রেখে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ও নির্বাচনকালীন সরকারের গৃহীত অবস্থান পরিষ্কার করার বিষয়টি নিয়েই আলোচনা হতে পারে।
সম্প্রতি, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব বার্তা এসেছে তা নিয়ে বিএনপির মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং প্রাথমিকভাবে জানিয়েছিল, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরে সময়সীমা বাড়িয়ে বলা হয়, নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে। এ ধরনের বারবার সময় পরিবর্তনকে বিভ্রান্তিকর বলেই মনে করছে বিএনপি।
দলটির নেতারা মনে করছেন, আজকের বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভ্রান্তি দূর করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।
একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগাম দিনগুলোর সম্ভাব্য গতি-প্রকৃতি নিয়েও আলোচনা করতে আগ্রহী বিএনপি নেতৃত্ব।
এদিকে, নির্বাচন ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবে । সেখানে সংস্কার প্রস্তাব ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

 
                             
                                    
-20250416024634.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন