চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ২৮ হাজার ৫৯৫ বাংলাদেশি হজযাত্রী। এই যাত্রীরা সরকারি ও বেসরকারি মিলিয়ে ৭০টি ফ্লাইটে সৌদি গেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ০৩১ জন হজযাত্রী।
হজ সম্পর্কিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে।
৭০টি ফ্লাইটের মধ্যে:
# বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৩১টি ফ্লাইট,
# সৌদি এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট,
# এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
গত ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট সৌদি যায়, যেখানে ৩৯৮ জন হজযাত্রী ছিলেন। এই ফ্লাইটের মাধ্যমেই ২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলবে ৩১ মে পর্যন্ত।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাওয়ার কথা রয়েছে।
দুঃখজনকভাবে, হজ পালনে গিয়ে এখন পর্যন্ত দুইজন হজযাত্রী মারা গেছেন। তারা হলেন, খলিলুর রহমান (৭০ বছর) এবং ফরিদুজ্জামান (৫৭ বছর)।
তাদের মৃত্যুতে শোক জানানো হয়েছে এবং বিষয়টি কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রেখেছে।

 
                            -20250506120934.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন