ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আইজিপি বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং উভয় দেশকে সংযত থাকার পাশাপাশি এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায়। যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণের স্বার্থে বাংলাদেশ আশা করে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত উত্তেজনা প্রশমিত হবে।
আপনার মতামত লিখুন :