সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি ছিলেন। বুধবার (১৫ মে) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
যে কারণে গ্রেপ্তার কাজিম
ডিএমপি জানায়, গত ২৬ আগস্ট (২০২৪) যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক এমপি কাজিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্র জানায়, গত ১৯ জুলাই (২০২৪) দুপুর আনুমানিক দুইটায় যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে গ্রেপ্তার সাবেক এমপি কাজিম ওই মামলার ১৪ নং আসামি।
পুলিশ জানায়, ওই মামলা ছাড়াও সাবেক এমপি কাজিম বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা আরও তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।
কে এই কাজিম
‘রাতের ভোটের নির্বাচন’ খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্প্রতি নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ -১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সংগঠন যুবলীগেও জড়িত ছিলেন।
তিনি ভালুকা উপজেলা ও ভালুকা পৌর আওয়ামী লীগের পাশাপাশি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগেও সম্পৃক্ত ছিলেন। তিনি ভালুকা উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন