রাজধানীর মহাখালীতে অনলাইনে জাল টাকা সরবরাহকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
বুধবার (১৪ মে) রাতভর পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল ইসলাম (২৮), মো. রেজাউল করিম ওরফে রেজা (৪৩), মো. সোহেল (৪০), মো. সাইদুর রহমান ওরফে সবুজ (২৮), সোহেল মাহমুদ (২৪) ও মো. শাহ আলম।
ডিবি জানায়, বনানী থানাধীন মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিন ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশ্যে অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মো. সাইফুল ইসলাম ও রেজাউল করিমকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের সবুজ, সোহেল মাহমুদ, সোহেল ও শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৩০০ টাকা মূল্যমানের জাল নোট, নগদ ২ লাখ ১৪ হাজার টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জাল নোট সরবরাহ করে আসছিল। কোরবানির ঈদ সামনে রেখে বড় পরিসরে জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন