আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
শনিবার (১৭ মে) পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে পাকিস্তানি ব্যবসায়ীদের ই-ভিসা দেওয়ার কথা বলেন।
বাংলাদেশ হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার মধ্য এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার হিসেবে দেখে পাকিস্তানকে। তাই ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে সরকার। ফলে আবেদনকারীরা আরও সহজে ভিসা সুবিধা পাবেন।
তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দেয়। তাই বাংলাদেশ-পাকিস্তান এর মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র- ডন