ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

করিডোর ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০২:০৯ পিএম
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি-সংগৃহীত।

রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। 

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে।

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য মানবিক করিডোর গঠনের প্রস্তাব নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করবেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমের কাছে মানবিক করিডোর বিষয়ে বিভিন্ন তথ্যউপাত্ত উপস্থাপন করবেন এবং গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেবেন।