ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনের দুটি অ্যাপার্টমেন্ট অবরুদ্ধের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি-এনসিএ। ফিনান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদন অনুসারে, শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো।
একটি হলো লন্ডনের ১৭ গ্রসভেনর স্কোয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল এবং অন্যটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত, যা পরের বছর এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করা হয়েছিল।
যুক্তরাজ্যের নির্বাচন সংক্রান্ত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে বসবাস করতেন, যদিও তিনি এখনো সেখানে থাকেন কি না তা স্পষ্ট নয়।
এনসিএ জানিয়েছে, ‘চলমান একটি দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ লন্ডনের ১৭ গ্রোভেনর স্কোয়ার এবং গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং আদেশ সুরক্ষিত করেছে।’ এর বেশি কোনো তথ্য এনসিএ জানায়নি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে এফটি জানিয়েছে, সালমান ও আহমেদ রহমান দুদকের অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহভাজন।
আহমেদ রহমানের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের ক্লায়েন্ট যেকোনো কথিত অন্যায়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। যুক্তরাজ্যে যেকোনো তদন্ত হলে তিনি অবশ্যই তাতে সহযোগিতা করবেন।’
তারা আরও যোগ করেন: ‘এটা সবাই জানে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করব যে, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এটি বিবেচনা করবে।’
শেখ রেহানা ও সালমান এফ রহমানের মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি, প্রতিবেদনে উল্লেখ করেছে এফটি।

 
                             
                                    -20250113035328.jpg)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন