ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

ঈদযাত্রার রেলের টিকিট যেন ‘সোনার হরিণ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৭:৫১ পিএম
ঈদযাত্রার রেল ও টিকিট। প্রতীকি ছবি

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে চলছে  ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি। তবে অনলাইনে সহজে মিলছে না টিকিট। ফলে হতাশ যাত্রীরা।

শুক্রবার (২৩ মে) দেয়া হয় আগামী ২ জুনের টিকিট। 

সরেজমিনে গিয়ে দেখা যায়,অনলাইনে টিকিট না পেয়ে সরাসরি কাউন্টারে কেনার জন্য আসছে অনেকে। কিন্তু কাউন্টারে টিকেটের ব্যবস্থা না থাকায় স্ট্যান্ডিং টিকিটের অপেক্ষায় করছেন তারা। অনলাইনে ট্রেনের টিকিট এখন সোনার হরিণ হয়ে গেছে বলে মনে করছেন যাত্রীরা। স্বস্তিতে বাড়ি যেতে অনেকে আগে ভাগে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন। 

টিকেট প্রত্যাশীরা বলেন, অনলাইনে কারসাজি বেশি হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সকাল ৮টায় অনলাইনে টিকিট ছাড়ার প্রথম আধাঘন্টায়, সার্ভারে ৪২ লাখ হিট হয়েছে। এবারের ঈদ যাত্রায় ট্রেনের ছাদে যাত্রী বহন করতে দেয়া হবে না জানিয়েছে কর্তৃপক্ষ।   যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।