শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। স্থানীয়ভাবে পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি পক্ষ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় এই ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিকরা হলেন: এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও দুইজন।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের বনাঞ্চলের ভেতরে পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। এই এলাকাজুড়ে রয়েছে প্রায় ২২৩ একর খাসজমি, যার মধ্যে ৩২ একর সংরক্ষিত পাথর মহাল। কাজ শুরুর পর বন বিভাগ এর বিরোধিতা করে। তাদের যুক্তি এতে বন্য হাতির আবাস ও বনাঞ্চলের ক্ষতি হতে পারে।
এই প্রেক্ষাপটে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান।
তিনি জানান, ‘বনের জায়গায় পর্যটন কেন্দ্র করা যাবে না।’ এ বক্তব্যের পর স্থানীয়ভাবে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে অবস্থানকারীরা তার গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার সময় উপস্থিত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি দেখবেন।
তবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা উপদেষ্টার প্রটোকলে ব্যস্ত থাকায় ফোন রিসিভ করেননি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন