জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ ভাবা ঠিক না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যে মিসটেক আওয়ামী লীগ করেছিল, আশা করি, সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না।’
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়।’
বড় পরিবর্তন আনা সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘আমরা অল্প কিছুদিনের সরকার। আমাদের পক্ষে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব না। নববর্ষ শুধু বাঙালিরা পালন করে না, চাকমা, মারমা, গারো সহঅনেক জনগোষ্ঠী পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি।’
এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন