চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার (৩১ মে) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।
রোববার (১ জুন) ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ আইটি হেল্প ডেস্ক সূত্রে জানা যায়, মোট ২১৯টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ১০৮টি, সৌদি এয়ারলাইনস ৮০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ৩১টি ফ্লাইট।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪১ হাজার ৯০২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৭৮৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১২ হাজার ৪৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছান।
বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক ফ্লাইট কার্যক্রম শুরু হয় গত ২৯ এপ্রিল, যখন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। শেষ ফ্লাইটটি পরিচালিত হয় ৩১ মে।
এদিকে, হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে, যা শেষ হবে ১০ জুলাইর মধ্যে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন