‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভে নেমেছেন কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা তিনজন উপদেষ্টার কাছে অধ্যাদেশ বাতিলের দাবির স্মারকলিপি দেবেন।
রোববার (১ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় বিক্ষোভ মিছিল শুরু করেন।
সংগঠনের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, বিক্ষোভ শেষে আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার রোববার ও সোমবার পাঁচজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কর্মচারীরা স্লোগান দেন, ‘অবৈধ কালো আইন, বাতিল করতে হবে’, ‘কর্মচারী মানে না অবৈধ কালো আইন’, ‘এক হও, লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি।
প্রসঙ্গত, গত ২৫ মে জারি হওয়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’-এ চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারী চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে।
এই অধ্যাদেশকে ‘নির্বিচার’, ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে গত ২৪ মে থেকেই সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সংগঠন যৌথভাবে আন্দোলনে নেমেছে।
গত মঙ্গলবার আন্দোলনকারী কর্মচারীরা ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিবের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে তাঁর কাছে তুলে ধরা হবে।
পরদিন বুধবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের সঙ্গে বৈঠক করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব। বৈঠক শেষে তিনি জানান, বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সচিবালয়সহ সারা দেশে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন