আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যাট ও শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে বলপয়েন্ট কলমের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।
সোমবার (০২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উত্থাপিত আগামী অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবে এ তথ্য জানা যায়।
দেশে বর্তমানে ম্যাটাডর, অলিম্পিক, ইকোনো, আরএফএল, মেঘনাসহ বেশ কয়েকটি কোম্পানি বলপয়েন্ট কলম উৎপাদন করে। প্রতিষ্ঠানগুলো বলপয়েন্ট কলমের জন্য কালি আমদানি করে থাকে।
বলপয়েন্ট কলমের কালি আমদানির ক্ষেত্রে কাস্টমস শুল্ক দিতে হয় ১০ শতাংশ হারে। এছাড়া উৎসে কর ৫ শতাংশ এবং অগ্রিম কর দিতে হয় ৫ শতাংশ। সবমিলিয়ে ২০ শতাংশ শুল্ক ও কর রয়েছে বলপয়েন্ট কলমের ওপর।
অর্থ উপদেষ্টা বলেন, বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। এটি দেশের ৫৪তম, অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন