বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে ঘিরে ‘আলোচিত’ মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আওয়ামী লীগকে আদৌ রাজনৈতিক দল বলা যায় কি?’
একই সঙ্গে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না-এমন শঙ্কাকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানরত অধ্যাপক ইউনূস বিভিন্ন প্রশ্নের জবাবে নিজের অবস্থান তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্ত বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।’
সেই অনুষ্ঠানে জুলাই মাসে ঘোষণার অপেক্ষায় থাকা ‘জুলাই চার্টার’ নিয়েও আলোচনা হয়। ইউনূস জানান, সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এই চার্টার প্রকাশ করা হবে এবং তার ভিত্তিতেই নির্বাচন আয়োজন করা হবে।
সংলাপে তাকে প্রশ্ন করা হয়, ভোটারদের ওপর আস্থা না রেখে দলীয় ঐকমত্যকে প্রাধান্য দেওয়া কর্তৃত্ববাদী সিদ্ধান্ত কি না। জবাবে ইউনূস বলেন, ‘গণভোটের চেয়ে রাজনৈতিক দলগুলোর সম্মতি বাস্তবভিত্তিক ও গ্রহণযোগ্য সমাধান হিসেবে বিবেচিত হবে। কারণ অনেকেই গণভোটের জটিলতা ও প্রয়োজনীয়তা বুঝতে পারবেন না।’
গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ সংক্রান্ত প্রশ্নে তিনি দাবি করেন, ‘আমার সরকারের সময়েই সংবাদমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, যা পূর্বের কোনো সরকারের আমলে হয়নি।’
তবে এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন ইউনূস।
এক প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারে নিজের অংশগ্রহণের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন