অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আপাতত আমরা ইরান-ইসরায়েল যুদ্ধটা পর্যবেক্ষণ করছি। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করব।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না– এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। তবে যেগুলো আমরা অর্ডার করেছি, সেগুলোতে কোনো প্রভাব পড়েনি।’
তিনি আরও বলেন, ‘গ্যাস, এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে বিষয়টা আমরা বিবেচনায় নেব। আজকে এলএনজি আমদানির যে অনুমোদন দেওয়া হয়েছে, সেটা পুরোনো দামেই কোড করা হয়েছে।’
বর্তমানে দেশের বাণিজ্য ক্ষেত্রে কোনো সমস্যা কি আছে- এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপাতত বাণিজ্যে কোনো প্রভাব নেই।’
যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে সরকার বিকল্প কিছু ভাবছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, যেহেতু আমরা এলএনজির ওপর নির্ভর করি বেশি। যুদ্ধে জ্বালানি শুধু না, সার, জাহাজ চলাচলেও প্রভাব পড়বে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসে, সেখানে প্রভাব পড়তে পারে। আমার মনে হয় যুদ্ধটা বেশিদিন চলবে না।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন