ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:৩৩ পিএম
গ্রেপ্তার হওয়া দুই যুবলীগ নেতা। ছবি- সংগৃতীত

চট্টগ্রামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন যুবলীগের কর্মী। তারা হলেন- লোহাগাড়া উপজেলার মৃত হাফিজ আহমদের ছেলে মো. হানিফ ও বোয়ালখালী উপজেলার নিজাম উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ এর আগেও নগরীতে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া জুলাই-আগস্ট মাসজুড়ে চলমান ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরও হামলায় জড়িত ছিলেন তিনি।

হানিফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেনকেও একই অভিযানে গ্রেপ্তার করা হয়। উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ‘চান্দগাঁও ও কর্ণফুলী থানার যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নগরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করেছেন বলে প্রমাণ রয়েছে।’