ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

বাংলাদেশকে ৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:১২ পিএম
ইআরডির সচিব ড. একেএম শাহাবুদ্দিন এবং সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মারিয়া স্ট্রিডসমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৬ কোটি ১৬ লাখ টাকার অনুদান দেবে সুইডেন সরকার।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় বাংলাদেশ ও সুইডেন সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

‘স্ট্রেন্থেনিং ক্যাপাসিটি অব এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইম্প্রুভড ক্লাইমেট রিসাইলেন্স’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হবে। এতে সুইডেন সরকার প্রায় ৪.৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা সহায়তা দেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো, বাংলাদেশে জৈববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কৌশলগত কাঠামোকে শক্তিশালী করা।

এ লক্ষ্যে পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলোর (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াস-ইসিএ) সুষ্ঠু তদারকি, পরিবেশ আইন প্রয়োগ ব্যবস্থার জোরদারকরণ এবং একটি পৃথক ‘বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড’ গঠনের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে এই প্রকল্পকে বাংলাদেশের বৃহত্তর জলবায়ু অভিযোজন পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা হবে।

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব ড. একেএম শাহাবুদ্দিন। সুইডেনের পক্ষে স্বাক্ষর করেন ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মারিয়া স্ট্রিডসমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইআরডি এবং সুইডেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।