এতিম শিশুদের শুধু ভরণপোষণ নয়, তাদের স্বাবলম্বী করে সমাজের সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. খালিদ বলেন, ‘‘এতিম প্রতিপালনে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই কল্যাণ নিহিত রয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এতিমদের উপেক্ষা করে তাদের ব্যাপারে হাদিসে কঠোর সতর্কতা উচ্চারণ করা হয়েছে। মহানবি (স.) বলেছেন, ‘সেই ঘর সর্বোত্তম যেখানে এতিম আছে এবং তার সঙ্গে সদাচরণ করা হয়; আর সবচেয়ে নিকৃষ্ট সেই ঘর, যেখানে এতিম আছে কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।’’
তিনি আরও বলেন, ‘আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব হলো এতিম প্রতিপালনে এগিয়ে আসা। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজের বোঝা না হয়, বরং সম্পদে পরিণত হয়।’
এ সময় তিনি তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে বলেন,
‘এতিমদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।’
তনজিমুল মোছলেমীন এতিমখানা পরিচালনা কমিটির সহসভাপতি অধ্যাপক নইম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হাফেজ মো. আমান উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ।