ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত হবে: আইন উপদেষ্টা

বাসস
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৬:২২ এএম
বাংলাদেশ জাতীয় জাদুঘরে সোমবার জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, দেশে বিচারব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে। আগামী নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ’ (জুলাই আপরাইজিং) শীর্ষক তথ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন পরিচালক আরিফুর রহমান।

আসিফ নজরুল বলেন, আজ বিচার নিয়ে নানা প্রশ্ন উঠছে। আমি নিশ্চিত করে বলতে পারি বিচারব্যবস্থা এখন পূর্ণ গতিতে চলছে, বিচার দৃশ্যমান। জনগণের হতাশ হওয়ার কিছু নেই। আমরা একটি গ্রহণযোগ্য ও সর্বোচ্চ মানের বিচার নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তৎপর। তারা তদন্তকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। আমরা চাই, বিচার হোক স্বচ্ছ ও সর্বজনগ্রাহ্য।

তাঁর ভাষায়, জুলাই আন্দোলন দেশের গণতান্ত্রিক ইতিহাসের মহাকাব্য। লাখো মানুষের অংশগ্রহণে সংঘটিত এ অভ্যুত্থান রাজনৈতিক ও মানবিক অধিকার আদায়ের চূড়ান্ত রূপ। আমাদের দায়িত্ব, শহীদদের স্বপ্ন পূরণ করা এবং এই আন্দোলনের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মানবাধিকার উপদেষ্টা আদিলুর রহমান খান, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান এবং শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত ১৬ বছরে মানুষ গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই লড়াই শুধু জুলাই মাসে নয় প্রতি মাসেই শহীদদের স্মরণ করতে হবে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই আন্দোলন একটি চলমান গণজাগরণ। রাষ্ট্র স্বাধীন হলেও সাংস্কৃতিক স্বাধীনতা অর্জিত হয়নি। সত্যকে নানাভাবে বিকৃত করার চেষ্টা চলছে। আমাদের কাজ হবে সত্যকে ব্যাখ্যা করে উপস্থাপন করা সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা।

আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চাইবে। আমরা যেন বিচারহীনতার সংস্কৃতিতে নতুন প্রজন্মকে নিমজ্জিত না করি, সে দায়িত্ব আমাদের নিতে হবে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের আর সুযোগ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং সঞ্চালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।