৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই। এটি চলবে ৩ আগস্ট পর্যন্ত। পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হবে ১০ থেকে ২১ আগস্ট।
মঙ্গলবার (৮ জুলাই) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি (যেকোনো ধরনের), বইপুস্তক, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রীসহ কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
প্রার্থীদের প্রবেশপত্র যাচাই ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে হলে প্রবেশ করানো হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়ে প্রত্যেক প্রার্থীকে এসএমএস পাঠানো হবে। এসএমএসে দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।
পরীক্ষার সময় প্রার্থীদের কান খোলা রাখতে হবে। হিয়ারিং এইড প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা হলে নিষিদ্ধ সামগ্রীসহ কেউ ধরা পড়লে তার প্রার্থিতা বাতিল করা হবে। সেই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪ ও পিএসসি আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় কঠোর শাস্তির মুখে পড়বেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন