ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই নিরপেক্ষ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল।
এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একাধিকবার জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি, গত ১৩ জুন লন্ডনে অধ্যাপক ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এই সম্ভাবনার পর থেকেই দেশের রাজনীতির মাঠে নতুন করে নির্বাচনি আলোচনা শুরু হয়। যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার কারও পক্ষ থেকেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
এমতাবস্থায় আজ রাতের সংবাদ সম্মেলনে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি বা নীতিগত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন