রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি গুলিভর্তি ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেন (৩৩) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (১০ জুলাই) র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, ৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাম্মেল ও তার সহযোগী মো. ইব্রাহীম খলিল বাবুকে বাড্ডার কাজীবাড়ী এলাকায় যাওয়ার পথে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোজাম্মেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাজধানীর বাড্ডা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। অস্ত্র দেখিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করে তারা চাঁদা আদায় করত। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, প্রযুক্তিগত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মোজাম্মেল হোসেন ও তার দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
র্যাব আরও জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :