চিকিৎসা খাতে জনবল সংকট মোকাবিলায় আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশ নিতে হলে প্রবেশপত্র এবং কালো কালি ব্যবহারযোগ্য বলপেন সঙ্গে আনতে হবে। অন্য কোনো সামগ্রী সঙ্গে আনলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
২০০ নম্বরের এই লিখিত পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে। এর মধ্যে মেডিকেল সায়েন্স থেকে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ের ওপর আরও ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ের প্রশ্নগুলো বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি এই ছয়টি ভাগে বিভক্ত থাকবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সরকারের এই উদ্যোগ দ্রুত চিকিৎসক নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবায় গতি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পিএসসি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন