রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৮:৩৮ পিএম

গড়ার কাজে কেউ নেই, সবাই ভাঙার কাজে ব্যস্ত: মাহফুজ আলম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৮:৩৮ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি- সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না। শনিবার (১৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে মাহফুজ আলম আরও লেখেন, পুরোনো বন্দোবস্ত মচকে গেছে। এখন এটাকে আর ভাঙা যাবে না, ভাঙতে গেলে আরও বেঁকে যাচ্ছে। আবার সময় আসবে তখন ভাঙা যাবে। কিন্তু এক্ষণে আমাদের উচিত গড়ার কাজে মনোনিবেশ করা।

তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করুন। তবে একজন নাগরিক হিসেবে সবার মানবাধিকারের পক্ষে থাকুন। কোনো এলাকাকে গেটো বানানোর চেষ্টা করবেন না।

গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা লীগ সরকারের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন। আমাদের উচিত, সারা দেশে লীগের হাতে যারা নিপীড়িত, তাদের সঙ্গে মৈত্রী গড়ে তোলা।

হাসিনা সরকারের পতন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, হাসিনার পরাজয় শুধু রাজনৈতিক নয়, এটি নৈতিকও। নৈতিক পরাজয়ের পরই রাজনৈতিক পতন ঘটে। ফলে, আমরা যেন তার বিরুদ্ধে গিয়ে নিজেরাই নৈতিক উচ্চতা না হারাই।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর আমাদের মধ্যে অপ্রস্তুতি, বিহ্বলতা ও অনভিজ্ঞতা ছিল। তাই আমরা তখনই ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ ঘটাতে পারিনি। কিন্তু এখন আমাদের উচিত রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদের গড়ে তোলা এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণে মনোযোগ দেওয়া। এতে করে ফ্যাসিবাদী বন্দোবস্ত সম্পূর্ণ বিলুপ্ত করার পথ তৈরি হবে।
 

Shera Lather
Link copied!