ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

জাতীয় সনদ বাস্তবায়নে ১০ দিনের মধ্যে সিদ্ধান্তে আসার আহ্বান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০১:২০ পিএম
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি- সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর প্রতি আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার (২১ জুলাই) সকালে কমিশনের ১৬তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, আর দীর্ঘ আলোচনার সুযোগ নেই। আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রদের আত্মদানের প্রেক্ষাপট বিবেচনায় সবাইকে ঐকমত্যে পৌঁছানোর অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, যেসব সংস্কারকে কমিশন জরুরি বলে মনে করছে, সেগুলোই উপস্থাপন করা হচ্ছে, তবে এক্ষেত্রে কমিশন কাউকে জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না। কোনো বিষয়ে যদি কারো দ্বিমত থাকে, তাহলে সেটিও উল্লেখ করা হবে।

কমিশন অধিকাংশ বিষয়েই সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে বলে জানান আলী রিয়াজ। সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই জাতীয় সনদ হবে বলে জানান তিনি।