শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর চোখ এখন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়। সোমবার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। এখনো আসছে নানা তথ্য।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), ফায়ার সার্ভিস, হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও নানা সরকারি সূত্র থেকে এখন পর্যন্ত যা যা জানা গেল:
১. বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এটি বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের বিমান। উল্লেখ্য, এটি একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান, যা চীনে তৈরি। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।
২. প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। দোতলা ভবনটির নাম প্রজেক্ট-২। সেখানে পাঠদান করা হয় প্রাথমিকের শিক্ষার্থীদের। ওই ভবনে দুটি তলা মিলিয়ে মোট ১৬টি ক্লাসরুম আছে। আর ৪টি শিক্ষকদের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হতো এই ভবনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে। শিক্ষার্থীরা আরও জানিয়েছে, ভবনটিতে ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোচিং করত।
৩. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
৪. আইএসপিআর বিকেল ৫টায় জানায়, নিহত হয়েছেন ১৮ জন। আহত ১৬৪ জন। পরে আইএসপিআর জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলটও মারা গেছেন। নিহতের সংখ্যা পৌঁছেছে ১৯ জনে।
৫. বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের মা, বাবা ও স্বজনেরা। তারা তাদের সন্তানদের খুঁজছেন। কেউ কেউ সন্তানের খোঁজ পাননি। ঘটনাস্থলে থাকা এক অভিভাবক জানিয়েছেন তার দুই সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে। বড় সন্তানকে বের করতে পারলেও ছোটটাকে খুঁজে পাচ্ছেন না তিনি।
৬. অগ্নিদগ্ধদের দফায় দফায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। আইএসপিআর বলছে, সেখানে ৭০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৭. বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। আইএসপিআর ও ফায়ার সার্ভিস দুপক্ষই এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
৮. জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে মাইকে এ ঘোষণা দেওয়া হয়।
৯. মেট্রোরেলের একটি বগি আহতের আনা-নেওয়ার জন্য ‘রিজার্ভ’ রাখা হয়েছে। বগিটি নারীদের জন্য নির্ধারিত বগির পরেরটি।
১০. বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
১১. হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।
১২. প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি মুঠোফোন নম্বর দিয়েছে। সেগুলো হলো: মিলিটারি রেস্কিউ ব্রিগেড– 01769024202, সিএমএইচ বার্ন ইউনিট– 01769016019, সিএমএইচ ইমার্জেন্সি–01769013311, মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার– 01814774132, ভাইস প্রিন্সিপাল– 01771111766 এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ (পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে)।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন