ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ঘরে ফেরার আকুতি দগ্ধ আয়ানের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৫:২১ পিএম
ছবি- সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটের সামনে কথা হয় আয়ানের খালাতো ভাই রাহিবের সঙ্গে। 

তিনি বলেন, ‘আয়ান হাসপাতালে থাকতে চাচ্ছে না। সে বলছে, সে আর থাকবে না হাসপাতালে, তাকে বাসায় নিয়ে যাওয়ার অনুরোধ করে।’

তিনি আরও বলেন, ‘আয়ানের শ্বাসনালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে চলছে। ১৪ নম্বর আইসিইউ বেডে আছে।’

আয়ানের খালাতো ভাই রাহিব বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে তাকে আমরা আইসিইউতে নিয়ে আসি। বাবা মায়ের একমাত্র সন্তান আয়ান। আয়ানের মা ব্যাংকে চাকরি করেন। দুপুরে যখন খাবার খেতে ক্যান্টিনে যান- এমন সময় ফোন আসে যে, তার ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাহিব আরও বলেন, ‘সকালে আমি গেলাম আয়ানের কাছে, পরে জিজ্ঞেস করে আম্মু কোথায়। আর সে বারবার অরেঞ্জ জুস খেতে চাচ্ছে, কিন্তু ডাক্তার খেতে দিচ্ছে না। রাহিবের গলা তখন ভারী হয়ে আসছিল, তিনি আয়ানের চিৎকারের কথা উল্লেখ করে বলে, আয়ান আমাকে বারবার বলছিল আমি এখানে আর থাকব না, আমাকে নিয়ে চলো।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সোমবার। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআরর জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত; কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই; বার্ন ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০; ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১; সিএমএইচে (ঢাকা) আহত ২৮, নিহত ১৬; লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (উত্তরা) আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই; শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১, নিহত নেই; ইউনাইটেড হাসপাতালে (ঢাকা) আহত ২, নিহত ১; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩, নিহত নেই। মোট আহত ১৬৫, নিহত ৩১ জন।