রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়ান। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, ‘রাত পৌনে ২টার দিকে সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।’
দুর্ঘটনাকবলিত এ ঘটনায় এ পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় প্রশিক্ষণকালীন একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী।
আপনার মতামত লিখুন :