ওমানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বৈধ হওয়ার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (৩০ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে আসিফ নজরুল লিখেন, যেসব প্রবাসী এখনও বৈধ কাগজপত্র সংগ্রহ করেননি, তারা এই সময়ের মধ্যে নিজ উদ্যোগে বৈধতার জন্য আবেদন করলে জরিমানা ছাড়াই বৈধতা লাভের সুযোগ পাবেন।
তিনি লিখেন, ‘যারা এখনো বৈধ নন, তাদের প্রতি অনুরোধ—এই সুযোগ কাজে লাগান। প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।
ওমানে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জেল-জরিমানার মুখে পড়ার ঝুঁকি রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন