ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ভোর থেকেই বৃষ্টিতে ভিজল রাজধানী

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৮:৪৬ এএম
বৃষ্টিতে বিড়ম্বনায় রাজধানীবাসী। ছবি- সংগৃহীত

ভোর থেকেই বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৬টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে বিড়ম্বনায় পড়েন সড়কে থাকা অফিসগামী যাত্রী ও পথচারী এবং স্কুলগামী ছাত্রছাত্রীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে খুলনার কয়রায়। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টাঙ্গাইলে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।