রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটের জরুরী বিভাগের নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মিজারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ(২০) মোঃ মনসুর ইসলাম( ৩৮), মামা শরীফ (৩২), পলাশ (২১), মোঃ হাবিবুল্লাহ (২৩), মোঃ ইয়াসিন (২৫), মিশু (২৩) এবং মিনহাজ (১৭)।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান, আজ বিকেলের দিকে মানিক নিয়ে এভিনিউ থেকে বেলুনের ওড়ানোর তা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়ে আমাদের জরুরি বিভাগে এসেছে। তবে তাদের দগ্ধের পরিমাণ কম থাকায়। আমরা তাদের সকলকেই জরুরী বিভাগের চিকিৎসা শেষে ছুটি দিয়েছি।