ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

পিটার হাসের অবস্থান নিয়ে কেটে গেল ধোঁয়াশা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৯:৪৮ এএম
বাংলাদেশে নিযুক্ত থাকা সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। ছবি- সংগৃহীত

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা, এমন খবরে উত্তাল ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। তবে বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দেওয়ার পাশাপাশি সবার জানার আগ্রহ ছিল আসলে তার বর্তমান অবস্থান এখন কোথায়।

তার অবস্থান নিয়ে এই ধোঁয়াশার মাঝেই একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে তিনি আসলেই এখন কোথায়।

জানা গেছে, কক্সবাজারে নয়, বরং বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত থাকা সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। তিনি সর্বশেষ গত ৭ এপ্রিল ঢাকায় আসেন। পরে গত ১১ এপ্রিল ভোর ৪টা ৫ মিনিটে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। এরপর তিনি আর ঢাকায় আসেননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন। তবে এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে গুজব বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোওয়ারী। 

এদিকে এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন সূত্র, ইমিগ্রেশন বিভাগ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওয়াশিংটনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি গত দুই মাস ধরেই ওয়াশিংটনে অবস্থান করছেন জানিয়ে সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রে জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিয়মিত অংশ নিচ্ছেন পিটার হাস। সম্প্রতি ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিল আয়োজিত গ্লোবাল এনার্জি ফোরামে অংশগ্রহণ করেছেন তিনি।

ঢাকায় তার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে ইমিগ্রেশন সূত্র জানায়, কক্সবাজারে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে ছড়ানো গুজবের কোনো বাস্তব ভিত্তি নেই। পিটার হাস এপ্রিলে ঢাকায় আসার পর তিনি তিন দিন পরই ফিরে গেছেন। এখন পর্যন্ত তিনি ইমিগ্রেশন ক্রস করেছেন এমন তথ্য আমরা যাচাই করে পাইনি। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পিটার হাসের কূটনৈতিক পাসপোর্ট নম্বর অকার্যকর। গত এপ্রিলের পর হাসের আর ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের রেকর্ড তাদের কাছে নেই।

এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে পিটার হাসের সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন, পিটার হাস এখন একজন বেসরকারি নাগরিক এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার কোনো রাজনৈতিক বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।