ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

নির্বাচনের প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরে ঢাকায় আসছে ইইউ দল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১২:৪৫ পিএম
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি -সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা সফরে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। ইইউর এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং দলটি আগামী ৭ অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষণ মিশন শেষ করবে বলে জানা গেছে।

ইইউর পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করবে। আর এই অনুসন্ধানী সফরের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

সফরকালে দলটি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আরেকটি দায়িত্বশীল সূত্র।

প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরের আগ্রহ সম্পর্কে জানতে চাইলে ব্রাসেলসের (বেলজিয়ামের রাজধানী, যেখানে ইইউর সদর দপ্তর) একটি সূত্র গণমাধ্যমকে জানায়, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সাধারণত নিজস্ব মূল্যায়ন ও স্বাগতিক দেশের অনুমতির ভিত্তিতে পরিচালিত হয়। এবারও উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে তারা পর্যবেক্ষণে আসছেন।

কীভাবে কাজ করবে ইইউর পর্যবেক্ষক দল

সাধারণত দুই ধাপে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে ইইউ। প্রথম ধাপে একটি প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দল পাঠায়। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যারা আসছেন তারা মূলত নির্বাচনের পরিবেশ, রাজনৈতিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে। যে প্রতিবেদনের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে, তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

এই প্রক্রিয়ায় তারা নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দলটি মূলত নির্বাচনের স্বচ্ছতা, অংশগ্রহণ নিশ্চিতকরণ, সহিংসতা ও ভয়ের পরিবেশ আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখবে।