র্যাব ফোর্সেসে কর্মরত সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে র্যাব সদরদপ্তর। র্যাবের মহাপরিচালক তাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং এককালীন মেধাবৃত্তির অর্থ তুলে দেন।
বুধবার (৬ আগস্ট) র্যাব ফোর্সেস সদরদপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
দুই ধাপে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে ঢাকাস্থ ব্যাটালিয়নসমূহে কর্মরত র্যাব সদস্যদের ৩৬ জন মেধাবী সন্তানকে র্যাবের মহাপরিচালক সম্মাননা প্রদান করেন। দ্বিতীয় পর্বে, একই দিনে ঢাকার বাইরে অবস্থিত ব্যাটালিয়নগুলোতে কর্মরত সদস্যদের ৪৮ জন সন্তানকে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কগণ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র্যাব সদরদপ্তরের পরিচালকবৃন্দ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক এবং সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘তোমরা কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অদম্য মনোবলের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছ। এই সফলতা শুধু পরিবারের নয়, বরং সমাজ ও জাতিরও গর্বের বিষয়। এই অর্জনের পেছনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘র্যাবের এই সম্মাননা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। এই অর্জন যেন শুধুমাত্র সনদপত্রে সীমাবদ্ধ না থাকে, বরং সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা যেন জাতি গঠনে অবদান রাখে।’
আপনার মতামত লিখুন :