বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৫৫ পিএম

রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৫৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইউনিট। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইউনিট। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ভোটার রয়েছেন ২৫ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৬৮ জন এবং নারী ভোটার ৯ হাজার ৬৮৪ জন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাকসুর ওয়েবসাইটে (https://www.ru.ac.bd/rucsu/) এ তালিকা প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রতিটি আবাসিক হলের নোটিশ বোর্ডেও তালিকা টানানো হয়েছে। ভোটার তালিকা নিয়ে শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের কাছে আগামী ১২ আগস্টের মধ্যে জানাতে বলা হয়েছে।

পুরুষ আবাসিক হলগুলোর মধ্যে শের-ই বাংলা হলে ৯৭২ জন, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭ জন, নবাব আবদুল লতিফ হলে ৮১৭ জন, আমীর আলী হলে ৯৮৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ জন, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৩৯৮ জন।

এ ছাড়া মতিহার হলে ১ হাজার ৬১৮ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২ জন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ৩৩০ জন ভোটার রয়েছেন।

নারী হলগুলোর মধ্যে মুন্নুজান হলে ২ হাজার ৭ জন, রোকেয়া হলে ১ হাজার ৮১৬ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৫৩ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

ভোটার তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাকসু, হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো। ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট হলসমূহের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিষ্পত্তি করতে হবে।’

Shera Lather
Link copied!