রাজধানীর পলাশী মোড়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১০ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকার কর অঞ্চল-২৫-এর কর সার্কেল-৫৩৭-এর দায়িত্বে ছিলেন ফাতেমা বেগম। তার অধীনে ছিল কোম্পানি ছাড়া ঢাকা জেলার ইংরেজি বর্ণমালা ‘ডব্লিউ’ দিয়ে শুরু ঠিকাদার শ্রেণির কর মামলা এবং উত্তর যাত্রাবাড়ী এলাকার (ওয়ার্ড নং ৪৮) করের মামলা।
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১২ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা মেট্রো-গ-৩৪৫৯০৬ নম্বরের প্রাইভেটকারে পলাশী মোড় দিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের চেকিংয়ের মুখে পড়েন ফাতেমা বেগম। ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র সঠিক থাকার দাবি করলেও তা দেখাতে ব্যর্থ হন।
পুনরায় অনুরোধ করলে তিনি গাড়ি থেকে নেমে সার্জেন্টকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি সার্জেন্টকে ‘ছোট লোকের বাচ্চা’, ‘ফকিন্নির বাচ্চা’, ‘সারা জীবন ঘুষ খাইছে’—এমন মন্তব্য করেন।
পরদিন (১৩ এপ্রিল) লালবাগ থানায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩৩২, ১৭৯ ও ১১৪ ধারায় মামলা হয়। এ ছাড়া ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৩ (খ) অনুযায়ী তার এ আচরণকে ‘অসদাচরণ’ ধরা হয় এবং বিভাগীয় কার্যধারা শুরু করা হয়।
পরিস্থিতি বিবেচনায় একই বিধিমালার ১২ ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন