ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে আহ্বান জানালেন আজহারী

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:৪৩ পিএম
জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। ছবি- সংগৃহীত

সম্প্রতি দেশের দুজন আলোচিত ব্যক্তিত্বকে কার্টুন এঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টার পর বিষয়টি নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে আজহারী লিখেছেন, ‘সম্প্রতি দেশের দুজন আলোচিত ব্যক্তিত্বকে কার্টুন এঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনায় একাধিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিবৃতি এসেছে। তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই নিজ নিজ বিবৃতিতে খোদ হুমকিদাতা অ্যাক্টিভিস্টকে ভিক্টিম হিসেবে চিত্রায়িত করেছেন এবং বাংলাদেশে বিকৃতরুচির কার্যক্রমের পক্ষে সরব হয়েছেন। নিঃসন্দেহে, তাদের এই কর্মকাণ্ড এ দেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা ও দ্বিচারিতার শামিল। অধিকারের মোড়কে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধকে ধ্বংস করার কোনো প্রচেষ্টাকে এ দেশের জনগণ মেনে নেবে না।’

তিনি আরও লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে— তারা যেন অনতিবিলম্বে উক্ত হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং সম্মানিত শিক্ষকদ্বয়ের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।’