স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের সময় কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দিয়েছে।
বার্তায় বলা হয়েছে, গ্রাহকদের মধ্যে প্রিপেইড মিটারের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার এবং তিতাসের নিজস্ব অর্থায়নে এই নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় ঢাকা মেট্রো (দক্ষিণ) এবং নারায়ণগঞ্জ অঞ্চলের আবাসিক গ্রাহকদের জন্য মোট ৬ লাখ ৫০ হাজার স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে।
এই মিটার স্থাপনের জন্য গ্রাহকদের কোনো এককালীন খরচ দিতে হবে না। এর পরিবর্তে, প্রতি মাসে মিটার ভাড়া রিচার্জের সময় কেটে নেওয়া হবে।
তবে মিটার বসানোর সময় যদি ঘরের ভেতরের গ্যাস লাইনে কোনো ভাল্ব বা সরঞ্জাম পরিবর্তনের দরকার হয়, তাহলে সেই খরচ গ্রাহককেই বহন করতে হবে।
এছাড়া, অভ্যন্তরীণ গ্যাস লাইনে কোনো পরিবর্তন বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে তা তিতাস গ্যাসের তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে গ্রাহকের নিজের খরচে সম্পন্ন করতে হবে।
২৩ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রকল্পের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকদের বাড়ি পরিদর্শন করে একটি নমুনা জরিপ চালাবেন।
এই সময়ে গ্রাহকদের গ্যাস বিলের বই দেখানো এবং গ্যাস স্থাপনাগুলো পরিদর্শনে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে তিতাস।
এ বিষয়ে অসাধু ব্যক্তি/চক্রের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে গ্রাহকদের সচেতন থাকার অনুরোধ করা হলো।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন