বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় প্রতিনিধিদল। চার দিনব্যাপী এই সম্মেলন সোমবার (২৫ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত চলবে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে প্রতিনিধি দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অতিথিদের স্বাগত জানান।
ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। নয় সদস্যের এ দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
বিজিবি সদরদপ্তর, পিলখানায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চার দিনব্যাপী এই বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান ও মানবপাচার রোধ, সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, যৌথ সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে ২৮ আগস্ট যৌথ আলোচনার সারসংক্ষেপ প্রকাশের কথা রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন