ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:২৫ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। 

বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনের কোনো বিকল্প ভাবা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা।

জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা।