অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বিচারপতি আক্তারুজ্জামান ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
উল্লেখযোগ্য, জেলা জজ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন। পরে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ২৬ আগস্ট চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়।
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগগ্রহণের খবর বিচারপতি, আইনমন্ত্রি এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র গ্রহণ প্রসঙ্গে রাষ্ট্রপতি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন